Monday, September 2, 2019

ছাগলের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরিকরণ পদ্ধতি

ব্ল্যাক বেঙ্গল ছাগল
ছাগলের দানাদার খাদ্যের মিশ্রণ তৈরিকরণঃ
আনোয়ার হোসেন মন্ডলঃ

ছাগল পালন থেকে লাভজনক হতে হলে ছাগলকে কাঁচা ঘাস লতাপাতার সাথে নিয়মিত সম্পূরক দানাদার খাদ্য খাওয়াতে হবে। বাচ্চার প্রতি ৫ কেজি ওজনের জন্য দৈনিক ৫০ গ্রাম দানাদার মিশ্রণ দিতে হবে। দুগ্ধবতী ছাগীর জন্য দৈনিক ৪০০ গ্রাম খাদ্য দিতে হবে । প্রতিটি পাঁঠাকে দৈনিক ৫০০ থেকে ১০০০ গ্রাম খাদ্য খাওয়াতে হবে । ছাগলকে দানাদার খাদ্য দুই ভাগে ভাগ করে সকাল বিকাল অর্ধেক করে খাওয়াতে হবে।

কিভাবে তৈরি করবেন ছাগলের খাদ্য?
বাচ্চা ছাগল ও বড় ছাগল বা প্রাপ্ত বয়স্ক ছাগলের জন্য আলাদা আলাদা খাবার খাওয়াতে হবে। নিচে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বাচ্চা ছাগল বা ছাগল ছানার খাদ্য তৈরি করতে যা যা লাগবেঃ
ক। ছোলা – ২.০ কেজি।
খ। ভূট্টা বা গম ভাঙ্গা - ২.২ কেজি।
গ। তিল বা চীনা বাদামের খৈল – ৩.৫ কেজি।
ঘ। গমের ভূষি – ২.০ কেজি।
ঙ। খনিজ মিশ্রণ – ২৫০ গ্রাম।
চ। লবণ- ৫০ গ্রাম।
বাচ্চা ছাগল বোতলে দুধ খাচ্ছে


বড় ছাগলের খাদ্য তৈরি করতে যা যা লাগবেঃ
ক। ছোলা – ১.৫ কেজি।
খ। ভ’ট্টা বা গম ভাঙ্গা – ৩.৭ কেজি।
গ। তিল বা চীনা বাদামের খৈল -– ২.৫ কেজি।
ঘ। গমের ভ’ষি - ২.০ কেজি।
ঙ। খনিজ মিশ্রণ – ২৫০ গ্রাম।
চ। লবণ- ৫০ গ্রাম।

খাদ্য তৈরি করণঃ
ছাগলের খাদ্য উপকরণ গুলো নিয়ে মেঝের উপর পলিথিন বিছিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে । এরপর ১ কেজি মেপে মেপে পলিথিন ব্যাগে ভরে মুখ শক্ত করে বেঁধে খাদ্য রাখতে হবে। খেয়াল রাখতে হবে খাদ্য উপকরণ যেন স্যাতস্যাতে না হয় ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: