Thursday, November 29, 2018

সার্বিকভাবে ইসলামিক জীবন পরিচালনার জন্য কিছু নিয়মিত আমল

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ইসলাম

হাদিস শরীফঃ


"আল্লাহ তায়ালা আপন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরশাদ করিয়াছেন এবং আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন এরূপ কথাবার্তা বলে যাহা উত্তম হয় কেননা শয়তান অন্তরে কষ্ট দেয় কথা যারা পরস্পর ঝগড়া লাগাইয়া দে নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন"


ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা ঈমানের দ্বারা জান্নাত দিবেন আর আমলের দ্বারা জান্নাতের নাজ নেয়ামত দান করবেন।

ইনশাআল্লাহ সার্বিকভাবে ইসলামিক জীবন পরিচালনার জন্য বা ইসলামিক ভাবে জীবন কাটাতে নিয়মিত এই কয়েকটি আমল করলে সুন্দর ভাবে রাসুল এবং আল্লাহ্র পথে মুমিন হিসেবে জীবন পরিচালনা করা যায়--


  • হালাল রিজিক খাওয়া
  • অজু অবস্থায় সব সময় থাকা
  • রাস্তার ডান পাশে হাঁটা
  • ঘরে এবং বাহিরে সালাম দেওয়া
  • প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক ব্যবহার করা
  • ঘর থেকে বাহির ও ঘরে ঢোকার দোয়া পড়া
  • ঢিলা এবং কুলুপ ব্যবহার করা
  • সুন্নাত অনুযায়ী পোশাক পরা
  • সকাল বিকাল তিন তসবি আদায় করা
  • আযানের আগে মসজিদে বসে অপেক্ষা করা
  • মসজিদের হক দুই রাকাত নফল নামাজ পড়া
  • অজু এস্তেনজার সময় কথা না বলা
  • ঘুমের আগে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়া
  • তাহাজ্জুদের নামাজ পড়া
  • তেলাওয়াত ও তানিম ও কোরআন শরীফ পাঠ করা
  • সাদাসিধে জীবনযাপন করা
  • খেয়ে না খেয়ে পড়ে থাকা
  • হক উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা
  • মোনাজাত এর সময় নিজের জন্য কোন কিছু না চেয়ে অন্যের জন্য চাওয়া
  • প্রত্যেক কাজ যেন আল্লাহ নামে করা হয় এইজন্য সবকিছু আল্লাহর ওয়াস্তে করা অথবা বিসমিল্লাহ বলে কাজ শুরু করা
  • রাস্তায় হাটা অবস্থায় জিকির করা
  • রোজাদারকে ইফতার করানো
  • মিথ্যা কথা না বলা ও মিথ্যা সাক্ষী না দেওয়া
  • গীবত না বলা
  • অন্যের প্রশংসা না করা অন্যের ভুল না ধরা
  • চুপি চুপি দান করা বা সদকা করা
  • অসুস্থ রোগীকে দেখতে যাওয়া
  • মৃত ব্যক্তির জানাযা যাওয়া
  • জামাতের নসরত করা
  • জামাতের সাথে রাত্র যাপন করা
  • নিজের বিছানা মসজিদ রাখা
  • মসজিদ পরিষ্কার রাখা
  • গুনা করার সাথে সাথে তৌবা পড়া
  • দৈনিক 20 বার মরণ কে স্মরণ করা
  • আত্তিএর হক আদায় করা
  • এক সকাল এক বিকাল দাওয়াতের কাজ করা
  • নিজেকে ছোট মনে করা অন্যকে বড় মনে করা
  • অপচয় কম করা
  • ছোয়াল না করা চোয়ালের বাহানা না করা
  • বিনা এজাজওতে বা অনুমতিতে কারো মাল না ধরা
  •  কম ঘুমানো ও খাওয়ায় সময় কম লাগানো
  • মসজিদের দুনিয়ার কথা বলা হারাম
  • ওয়াদার বরখেলাপ না করা
  • আমানতের খেয়ানত না করা
  • বেপর্দা মেয়ে ছেলেকে না দেখা চোখের হেফাজত করা
  • পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসী পড়া
  • আংটি ও ঘড়ির ডান হাতে পরা
  • মুসলমানদের বিয়ে হবে মসজিদে
  • মুসলমান মেয়েকে বউ দেখানো অত্যন্ত গোপনে
  • নিজে ঠকে ও অন্যকে জিতিয়ে দেওয়া
  •  নিজে মাসলা শিখে ঘরের সবাইকে তা বলা
  • তালিম খেদমত জিকির ও দাওয়াত বেশি বেশি করা
  • কথা কম বলা উত্তম চরিত্র
  • প্রতিমাসে 72 ঘন্টা প্রতি বছরে 40 দিন ও 120 দিন আল্লাহর রাস্তায় বের হওয়া
  • পবিত্র কুরআন শরীফ শিক্ষা করা
  • খানা প্লেটে বসলে অধিক হাত ও দোস্তর বিছিয়ে নিয়ে বসা
  • মসজিদে এতেকাফের নিয়তে থাকা
  • দুনিয়ার প্রতি অনাসক্তি পয়দা করা
  • দিল কে আখিরাতের দিকে ধাবিত করা
  • কবরে যাবার আগে সামানা বানানো
  • সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা
  • আল্লাহ যে আমাকে দিনের কাজের রাকছেন তার জন্য প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পড়া
  • আমার কথা বা আমি করি বা আমি পারি দিল থেকে এই কথা বাহির করতে হবে
  • দাড়ি কাটা যাবে না
  • বিকেল ও শেষ রাতে রুনা জারি বা অাহা জারি করা
  • সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা
  • তাহকীক ছাড়া কোন খানা না খাওয়া
  • কোন মানুষ যেন আমার দ্বারা কষ্ট না পায়
  • প্রতি বৃহস্পতিবার অথবা শুক্রবার একটি রোজা রাখা
  • যার সাথে দেখা হবে আগে আল্লাহর বড়াই বরাতের ব্যাপারে প্রশংসা করা ও দ্বীনি দাওয়াত দেওয়া
  • রাস্তায় কোন জিনিস থাকলে অথবা লোভনীয় কোন জিনিস নিজের করে না নেওয়া
  • ছোট গলায় কথা বলা
  • হাসাহাসি না করা যদি হাসতেই হয় মুচকি হাসি দেওয়া
  • ছোট বাচ্চাদের মহব্বত করা
  • কারো সাথে দেখা হলে মুচকি হেসে কথা বলা
  • ঘুমানোর আগে ঘুমানোর আমল করে শোয়া
  • হাটু নাভি ও শীনা ঢেকে রাখা
  • যে কোন কাজ করার আগে মাশোয়ারা ও এস্তেখারা করে নেওয়া
  • সালাতুল হাজত নামাজ জীবনে একবার হলেও পড়ে নেওয়া
  • ইশরাক ও চাশতের নামাজ আদায় করা
  • দুনিয়ার কোন আসবাব কিনতে হলে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় কিনা
  • ওলামা হাজরাত এর সাথে সাক্ষাতের সময় কিছু হাদিয়া নেওয়া
  • চোখের হেফাজতে রাখা


উপরোল্লিখিত আমল গুলিসহ আরো আরো নিজে যেসব আমল সম্পর্কে অবগত আছি সার্বিকভাবে ইসলামিক জীবন পরিচালনার জন্য এসব আমলের উপর জীবন পরিচালনা করা অত্যন্ত জরুরী


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: