Tuesday, August 6, 2019

ইমপ্ল্যান্ট ও ইমপ্ল্যানন কি ? ব্যবহারে সুবিধা-অসুবিধা

পোষ্টে যা যা পাবেন

  • ইমপ্ল্যান্ট (Implant) কি ?
  • ইমপ্ল্যানন (Implanon)  কি ?
  • জ্যাডেল (Jadelle) কি ?
  • কখন একজন মহিলাকে ইমপ্ল্যান্ট প্রয়োগ করা যাবে?
  • ইমপ্ল্যান্ট কিভাবে কাজ করে?
  • ইমপ্ল্যান্ট-এর সুবিধা?
  • ইমপ্ল্যান্ট-এর অসুবিধা?
  • ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয়?
  • ইমপ্ল্যান্ট প্রয়োগ স্হানের উপসর্গ?
  • ইমপ্ল্যান্ট সেবা কোথায় পাবেন?
  • ইমপ্ল্যান্ট ব্যবহার করার পর যে সমস্ত কারণে সেবাকেন্দ্রে যোগাযোগ করতে হবে?

ইমপ্ল্যান্ট (Implant) কি ?

ইমপ্ল্যান্ট শুধুমাত্র প্রজেস্টোরেন হরমোন সমৃদ্ধ অস্থায়ী দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি, যা মহিলাদের বাহুতে চামড়ার নিচে স্থাপন করা হয় ।ইমপ্ল্যান্ট প্লাস্টিক বা সিলিকন রাবারের তৈরি এক বা একাধিক ক্যাপসুল বিশিষ্ট ডিভাইস, যার ভিতরে কৃত্রিম প্রজেস্টোরেন হরমোন থাকে । চামড়ার নিচে স্থাপনের পরপর ক্যাপসুলের গায়ের অসংখ্য অনুবীক্ষণিক ছিদ্র দিয়ে নির্দিষ্ট মাত্রায় হরমোন নিঃসৃত হতে থাকে ।
৩-৫ বছর মেয়াদি এই পদ্ধতির কার্যকারিতার সময় নির্ভর করে এর রডের সংখ্যা এবং হরমোনের ধরনের উপর ।
২০০৯ সালের পূর্বে বাংলাদেশে ৫ বছর মেয়াদী ৬ রড বিশিষ্ট নরপ্ল্যান্ট ছিল একমাত্র ইমপ্ল্যান্ট।



ইমপ্ল্যানন (Implanon)  কি ?

ইমপ্ল্যানন এক বছর মেয়াদী তিন রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট। এটি একবার ব্যবহার উপযোগী একটি জীবাণুমুক্ত প্রয়োগযন্ত্রের ভিতর ভরা থাকে।

জ্যাডেল (Jadelle) কি ?

জ্যাডেল দুই রড বিশিষ্ট ৫ বছর মেয়াদী ইমপ্ল্যান্ট। জ্যাডেল এর দুটি সিলিকন ক্যাপসুল (সাইলাস্টিক টিউব) ও ট্রকার ক্যানুলা জীবাণুমুক্ত প্যাকেটে থাকে।

কখন একজন মহিলাকে ইমপ্ল্যান্ট প্রয়োগ করা যাবে-
  • মাসিক শুরুর ১-৭ দিনের মধ্যে।
  • মিশ্র খাবার বড়ি গ্রহীতারা যা করবেন-
    --সাদা বড়ি খাওয়ার পরদিন
    --আয়রন সহ সবগুলো বড়ি খাওয়ার পরদিন
  • প্রসব পরবর্তী সময়ে-
    --মা বুকের দুধ খাওয়ালে ৬ মাস পর
    --বুকের দুধ না খাওয়ালে সাথে সাথে
  • গর্ভপাত হলে সাথে সাথে।
  • গর্ভ নেই নিশ্চিত থাকলে যেকোন সময়ে
ইমপ্ল্যান্ট কিভাবে কাজ করে-
  • ডিম্বস্ফুটন রোধ করে । 
  • ইমপ্ল্যানন পুরো ৩/৫ বছরই সম্পূর্ণরূপে ডিম্বস্ফুটন রোধ করে ।
  • সারভিক্সের নিঃসরণের বা শ্লেষ্মার ঘনত্ব বাড়ায় ।
  • এন্ডোমেট্রিয়াম এর পুরুত্ব কমিয়ে দেয় ।

ইমপ্ল্যান্ট-এর সুবিধা
  • খুবই কার্যকর ।
  • দীর্ঘমেয়াদি ।
  • খুলে ফেলার প্রায় সাথে সাথেই গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে।
  • নবদম্পতিরাও ব্যবহার করতে পারেন ।
  • যৌনইচ্ছা বা যৌনমিলনে বাধার সৃষ্টি করে না ।
  • প্রসব পরবর্তী মা যারা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তারা সন্তানের বয়স ৬ সপ্তাহ পর থেকেই এটি ব্যবহার করা যায় ।
  • যারা ইস্ট্রোজেন সমৃদ্ধ পদ্ধতি ব্যবহার করতে পারেন না তাদের জন্য এটা একটি উপযুক্ত পদ্ধতি ।
    ইমপ্ল্যান্ট প্রয়োগ পদ্ধতি
আরো পড়তে পারেনঃ  নবজাতকের বিপদ চিহ্ন সমূহ

ইমপ্ল্যান্ট-এর অসুবিধা
  • মাসিকের স্রাবের ধরন পরিবর্তন করে।
  • প্রজেস্টরেন হরমোনে সংবেদনশীল এমন মহিলা এটি ব্যবহার করতে পারেন না ।
  • কখনো কখনো বাইরে থেকে বোঝা যায় ।
  • পরতে ও খুলতে হলে সেবাদান কেন্দ্রে যেতে হয় ।

নিচে ভিডিওটি দেখতে পারেনঃ




ইমপ্ল্যান্টের পার্শ্বপ্রতিক্রিয়া ও করণীয়
  • দুই মাসিকের মধ্যবর্তী সময়ে ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে ।
  • বেশিদিন ধরে অল্প অল্প রক্তক্ষরণ বা অতিরিক্ত রক্তস্রাব । এই সম্যসাটির হার খুবই কম এবং প্রথম কয়েকমাস পর এমনিতেই ভাল হয়ে যায় ।
  • মাসিক বন্ধ থাকতে পারে (কিছু কিছু মহিলা এটিকে সুবিধা হিসেবে গণ্য করেন)
  • মাথাধরা, বমি বমি ভাব, ওজন বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া ইত্যাদি হতে পারে ।
  • অবসাদ দেখা দিতে পারে ।
  • স্তনে ব্যথা বা ভারী লাগা বোধ হতে পারে।
  • তলপেটে ব্যথা হতে পারে (পদ্ধতির সাথে সম্পর্কিত হতেও পারে বা নাও হতে পারে)।
  • উল্লেখিত সম্ভাব্য জটিলতার যে কোনোএকটি দেখা দিলেই হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে।

ইমপ্ল্যান্ট প্রয়োগ স্হানের উপসর্গঃ

*ব্যথা
*লাল হয়ে যাওয়া
*ফুলে যাওয়া
*হেমাটোমা
*সংক্রমণ
* ইমপ্ল্যান্ট রড বেড়িয়ে যাওয়া

আরো পড়ুনঃ কচু, কচু পাতা, কচু শাঁক এর উপকারিতা ও পুষ্টিগুণ

ইমপ্ল্যান্ট সেবা কোথায় পাবেন

ইমপ্ল্যান্ট স্থাপনে অভিজ্ঞ ডাক্তার বা সেবাদানকারীর সাহায্য নিতে হবে। আমাদের দেশে প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বীকৃত এনজিও/ বেসরকারি ক্লিনিকে ইমপ্ল্যান্ট সেবা পাওয়া যায় ।

ইমপ্ল্যান্ট ব্যবহার করার পর যে সমস্ত কারণে সেবাকেন্দ্রে যোগাযোগ করতে হবে-
  • মাসিক বন্ধ হয়ে গেলে ।
  • ইমপ্ল্যান্ট রড স্থাপনের জায়গায় সংক্রমণ হলে ।
  • তলপেতে প্রচন্ড ব্যথা হলে ।
  • ইমপ্ল্যান্টের কোনো রড বের হয়ে আসলে ।
  • অতিরিক্ত রক্তস্রাব হলে ।
  • প্রচন্ড মাথা ব্যথা হলে বা চোখে ঝাপসা দেখলে ।

এছাড়াও যেকোন সময়ে যে কোন প্রয়োজনে আপনার নিকটস্হ পরিবার কল্যাণ সহকারীর সঙ্গে যোগাযোগ করুন । অথবা নিকটস্হ কমিউনিটি ক্লিনিকে/হাসপাতালে যোগাযোগ করুন।

তথ্যসূত্রঃ
গুরুত্বপূর্ণ লিংক সমূহঃ


আরো সেবাঃ

গুরুত্বপূর্ণ লিংক

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: