Monday, September 18, 2017

পূর্বধলায় মা সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন মন্ডলঃ পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পরিবার কল্যাণ কেন্দ্রে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১২০ জন গর্ভবতী মাকে ডায়াবেটিকস, রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, রক্তচাপ, এবং গর্ভকালীন চেক-আপ করানো হয়।
সোমবার সকাল ১১.০০ টায় জারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মাজেদা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মাহ্দী হাসান খান। এছাড়াও স্হানীয় বিভিন্ন এন.জি.ও কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিমের সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তারা গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন ঝুঁকি এবং এর থেকে উত্তরণ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

উল্লেখ্য, ইউনিসেফ এর তত্বাবধানে ডিইপিবি প্রকল্পের আওতায় চলমান কর্মসূচিতে এ পর্যন্ত ৫৪৮ জন মা গর্ভকালীন সেবা পেয়েছেন বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ইতিপূর্বে খলিশাউড়, ঘাগড়া, বিশকাকুনি ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: