Thursday, July 4, 2019

চিকিৎসাবিজ্ঞানী ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জীবনী

চিকিৎসাবিজ্ঞানী ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জীবনীঃ

হ্যানিম্যান এর বাল্যকাল ও শিক্ষাজীবনঃ

মহাত্মা ডাক্তার হ্যানিম্যানের বাল্যশিক্ষা ও লেখা পড়ায় হাতে খড়ি হয় বাবা মায়ের কাছে। ১৭৬৭ সালের ২০ শে জুলাই ১২ বছর ২ মাস ১০ দিন বয়সে তাকে মিসেনের টাউন স্কুলে ভর্তি করা হয়। অতঃপর তিনি ১৭৭৪ সালের ২০ শে নভেম্বর ১৯ বছর বয়সে ফাস্টেন আন্ডল্যান্ডে স্কুল সেন্ট আফ্রা তে ভর্তি হন। এখানে তিনি হিপোক্রেটিসের লেখার সাথে পরিচিত হন।

তিনি ল্যাটিন, গ্রিক ও হিব্রু ভাষা এবং ইতিহাস, পদার্থবিদ্যা ও উদ্ভিদবিদ্যা শিক্ষা করেন। চিকিৎসা বিদ্যা ছিল তার প্রিয় বিষয়। ১৭৭৫ সালে ২০ বছর বয়সে ডাক্তার হ্যানিম্যান লিপজিক চিকিৎসাবিদ্যা পড়তে যান। সেখান থেকে ১৭৭৭ সালে অস্ট্রিয়ার ভিয়েনার লিওপোল্ডস্টট জেলার ব্রাদার্স অফ মার্মি হাসপাতালে চিকিৎসা বিদ্যা শিখতে আসেন।

প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জে. ফন কোয়য়ারিনের প্রত্যক্ষ সহানুভূতি লাভ করে তার কাছে হাতে কলমে রোগী দেখার শিক্ষা পান। এ হাসপাতাল এ ৯ মাস থাকার পর ছাত্রাবাস হতে ডাক্তার হ্যানিম্যান এর অর্থ চুরি হবার ফলে দারিদ্রতা হে তু তার লেখাপড়া বন্ধ হয়ে যায়। তখন ডাক্তার ফন কোয়ারিন এর সহযোগিতায় তিনি ট্রানসিলভেনিয়ার গভর্নর ব্যরন এস ফন এর সাথে হারমান স্টেটে চলে যায়। এখান থেকে তিনি গভর্নরের মুদ্রা ও চিত্রকর্মের সংগ্রহশালা তত্ত্বাবধায়ক লাইব্রেরিয়ান ও পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ করেন। একই সাথে বাইরের রোগী দেখার ও লাইব্রেরীর ব্যাপক পড়াশোনার সুযোগ পান। ফলে এ সকল পুস্তক অবিরত পাঠ  করে তিনি ২৪ বছর বয়সে গ্রীক ইংলিশ ইটালিয়ান সিরিয়া স্প্যানিশ ভাষায় দক্ষতা লাভ করেন। অতঃপর ১ বছর ৯ মাস পরে ১৭৭৯ সালে ডাক্তার হ্যানিম্যান বিশ্ববিদ্যালয়ে যান। ১৭৮০ সালের ১০ ই আগস্ট চিকিৎসাবিদ্যায় হ্যানিম্যান ডক্টরেট অর্থাৎ এম ডি ডিগ্রি লাভ করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: