Saturday, December 1, 2018

নবজাতকের বিপদ চিহ্ন সমূহ


নবজাতকের বিপদ চিহ্ন সমূহ

দুই হাজার গ্রামের অথবা দুই কিলোগ্রামের কম নবজাতক অস্বাভাবিক। এইরকম নবজাতককে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

  • বিপদ চিহ্ন 1ঃ নবজাতকের দ্রুত শ্বাস নেয়া অথবা বুকের খাচা দেবে যাওয়া
  • বিপদ চিহ্ন 2ঃ  নবজাতকের বুকের দুধ টানতে না পারা বা না চোষা
  • বিপদ চিহ্ন 3ঃ নবজাতকের জ্বর বা শরীর ঠান্ডা হওয়া
  • বিপদ চিহ্ন 4ঃ নবজাতক নেতিয়ে পড়া
  • বিপদ চিহ্ন 5ঃ নবজাতকের খিচুনি
  • বিপদ চিহ্ন 6ঃ নবজাতকের নাভি পাকা

উপরিউল্লিখিত যেকোনো একটি সমস্যা দেখা দিলে নবজাতককে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করুন। নবজাতকের মৃত্যুহার কমান, সুস্থ থাকুন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: