Sunday, July 23, 2017

হরিতকি যেসব রোগের কাজ করে


১. ব্রণ ও ক্ষতাদির জন্য রোহিণী হরিতকি ক্যবহার করা হয়।
২. প্রলেপের জন্য পুতনা হরিতকিই সঙ্গত।
৩. শূল রোগে : একতোলা হরিতকীর সঙ্গে একতোলা ইক্ষুগুড়া মিশিয়ে দিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়।
৪. ফোঁড়া বা ব্রণ হলে- হরিতকী চন্দনের মতো মিশিয়ে প্রলেপ দিলে ফোঁড়া বা ব্রণ ফেটে যায়।
ক্রমাগত লাগালে পুঁজ বের হয়ে ঘা শুকিয়ে যায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: