Friday, October 4, 2019

বারি টমেটো-২ (রতন) চাষ পদ্ধতি

বারি টমেটো-২

জাতের টমেটোর বৈশিষ্ট্যঃ

বারি টমেটো-২ জাতের গাছের উচ্চতা ৭৫-৮৫ সেমি। টমেটোর আকার গোলাকার ।বারি টমেটো-২ এর ফলের ওজন ৮৫-৯০ গ্রাম। প্রতি গাছে ৩০-৩৫ টি টমেটো ধরে । গাছ প্রতি টমেটোর ফলন ২-২.৫ কেজি। চারা লাগানোর ৭৫-৮০ দিনের মধ্যে ফল সংগ্রহ করা যায় এবং প্রায় ২০ দিন পর্যন্ত ২-৩ বার টমেটো সংগ্রহ করা যায়।বারি টমেটো-২ (রতন) জাতটির ব্যাক্টেরিয়া জনিত ঢলে পড়া রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। উক্ত রতন জাতের টমেটো শীতকালে চাষ উপযোগী।

চাষাবাদ তথ্যঃ

বাংলাদেশের প্রায় সব অঞ্চলে বারি টমেটো-২ চাষ করা যায়। চারা লাগানোর পর ১০৫-১১০ দিন পর্যন্ত জীবনকাল স্হায়ী হয়ে থাকে। টমেটোর চারা রোপণের সময় হচ্ছে কার্তিক-অগ্রহায়ণে। বিঘাপ্রতি টমেটোর ফলন ১০-১২ টন।

বিশেষ গুণাগুণঃ

বারি টমেটো ২ জাতের ফল আকর্ষণীয় লাল হওয়ায় বাজারে এর চাহিদা আছে ইতিমধ্যেএ জাতটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: