Wednesday, October 16, 2019

টমেটো ও বেগুনের জোড় কলম তৈরি করার পদ্ধতি

বেগুনের গিট রোগ
ব্যক্টেরিয়া জনিত ঢলে পড়া রোগ ও শিকড়ের গিট রোগ বেগুন ও আগাম টমোটোর ব্যপক ক্ষতি করে। মাটিবাহিত এ রোগ থেকে ফসল রক্ষা করা তথা উচ্চ ফলন নিশ্চিত করার জন্য বন্য জাতের বেগুনের উপর জোড় কলম করে টমেটো ও বেগুন চাষের একটি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

উল্লেখ্য যে বন্য বেগুনের মধ্যে পীত বেগুন ও কাঁটা বেগুন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।এদের মধ্যে পীতবেগুনকেই আদিজোড় গাছ হিসেবে ব্যবহার করা ভাল।

জোড় কলম তৈরি করার পদ্ধতিঃ

  • টমেটোর চারা ২৫-৩০ দিন এবং বেগুনের চারা ৪০-৪৫ দিন বয়সের হলে জোড় কলমের উপযুক্ত হয়।
  • বন্য বেগুনের চারা ৬০-৭০ দিনের বা ৪-৫ পাতা বিশিষ্ট হলে তা জোড় কলম করার উপযুক্ত হয়।
  • টমেটো বা বেগুনের চারা বীজতলা থেকে উঠিয়ে শিকড়ের মাটি ধুয়ে কিছুটা পানিসহ একটি পাত্রে ঢুবিয়ে রাখতে হবে ।
  • পীত বেগুনের চারা সহ পলিথিন ব্যাগটি নিয়ে ব্লেডের সাহায্যে চারা ২-৩ পাতাসহ মাথার উপরের অংশ কেটে ফেলতে হবে। কান্ডের কাটা মাথাকে প্রায় ১ সেমি গভীর করে ২ ভাগে লম্বালম্বি করে কাটতে হবে।
  • এরপর আবাদী টমেটো বা বেগুনের চারার মাথার উপরের অংশের প্রায় ৫ সেমি কেটে বড় পাতা ফেলে দিতে হবে। কাটা অংশের নিচের ২ পাশ থেকে প্রায় ১ সেমি লম্বা ‘ভি’ অক্ষরের মত কাটতে হবে।
  • এবার টমেটো ও বেগুনের ‘ভি’ এর ন্যায় মাথাটি (উপজোড়) বন্য বেগুন চারার কাটা স্হানে (আদি জোড়) ঢুকিয়ে দিতে হবে।
  • পরবর্তীতে পলিথিন স্ট্রিপ জোড়াটি ভালভাবে আটকে দিতে হবে । এবং গাছের উপরের অংশে পানি ছিটিয়ে দিতে হবে।
  • জোড়ার স্হানে যেন পানি বেশি না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে।কলম করার কাজ বিকালে করাই ভালো।

কলম গাছের পরিচর্যাঃ

  • কলম করা গাছ বাশের শলা দিয়ে তৈরি খাঁচা ঘরে রেখে পলিীথন ও চট বা কালো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে।
  • কলম করার পর প্রতি ৭ দিন দিনে ৩-৪ বার পানি ছিটিয়ে দিয়ে আবার ঢেকে রাখতে হবে।
  • ১ সপ্তাহ পর পর পলিথিন সরিয়ে শুধু চট বা কালো কাপড় দিয়ে ১ সপ্তাহ ঢেকে রাখতে হবে।
  • কলম করার ১৫-২০ দিন পর গাছ মাঠে লাগানোর উপযুক্ত হয়।
উল্লেখ্য যে, জোড় কলম করার জন্য বিশেষভাবে তৈরি এক ধরনের বিশেষ ক্লিপ উপজোড় বা আদিজোড় আটকানোর কাজে ব্যবহার করা যেতে পারে ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: