Thursday, November 15, 2018

অম্ল মাটি ও লোনা মাটি ব্যবস্থাপনার উপায়

অম্লীয় মাটি ও কস মাটি ব্যবস্থাপনা

বাংলাদেশের পাহাড়ি ও পাহাড়তলী সমভূমি এলাকা বিলের অম্ল এটেল মাটি পিট মাটি মধুপুর ও বরেন্দ্রভূমি ও পুরাতন প্লাবনভূমির অনেক মাটির অম্লত্ব বেড়ে যাচ্ছে ফলে এতে ফসল উৎপাদনের সমস্যা সৃষ্টি হচ্ছে এসব অম্লীয় মাটির অম্লত্ব কমানোর জন্য চুন প্রয়োগ করা দরকার বাংলাদেশের কস মাটিতে ফসল উৎপাদন একটি জটিল সমস্যা পূর্ণ কাজ মাটিতে অধিক সালফেট থাকলে এবং শুকনো অবস্থায় মাটির অম্লত্ব খুব বেড়ে গেলে ph<4 একে কস মাটি বা এসিড সালফেট মাটি বলে অত্যধিক অম্লত্বের কারণে কস মাটিতে মাত্রাতিরিক্ত সোডিয়াম অ্যালুমিনিয়াম ও লোহা দ্রবীভূত হয়ে ফসলে বিষ ক্রিয়া ঘটায় রাসায়নিকভাবে মাটিতে আবদ্ধ হওয়ার কারণে ফসলের জন্য ফসফেট সহজলভ্য থাকে না সারা বিশ্বেই প্রধানত সমুদ্র উপকূলীয় এলাকায় এই মাটি বেশি পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন বৃহত্তর খুলনা জেলা ও কক্সবাজার জেলায় সমুদ্রপথ স্থানে এই মাটি পাওয়া যায় স্থানীয় ভাবে এই মাটিকে কস মাটি বলে বাংলাদেশের ব্যবস্থাপনার প্রধান প্রধান উপায় এখানে বর্ণনা করা হলো

1. জমি স্বল্প গভীরতা জলাবদ্ধ রেখে ধানের চাষ করা
2. সালফিউরিক স্তর নিচে রাখার জন্য ভূ নিম্ন পানি তল নিকাশ মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা
3. জমিতে চুন প্রয়োগ ও সেচ এরপর চুয়ান এর ব্যবস্থা করা
4. অম্লত্ব সহ্যশীল ফলের চাষ উৎসাহিত করা
5. স্থানীয় নিকাশ কার্যক্রমের প্রচলন করা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: