Thursday, January 12, 2017

২০১৭ এইচএসসি পরীক্ষা ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে

ময়মনসিংহ শিক্ষা
বোর্ডের অধীনেই ২০১৭
সালের এইচএসসি
পরীক্ষা হবে : দেশের ১১তম
শিক্ষা বোর্ড হিসেবে এবছরই
যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ময়মনসিংহ
শিক্ষা বোর্ড’। এ জন্য প্রণয়ন করা
হয়েছে ‘ময়মনসিংহ শিক্ষা বোর্ড
আইন-২০১৬’-এর খসড়া। অনুমোদনের জন্য
চলতি মাসে মন্ত্রিসভায় পাঠানো
হবে এ খসড়া। মন্ত্রিসভার অনুমোদন
পেলে প্রস্তাবিত আইনটি পাসের
জন্য সংসদে পাঠানো হবে। শিক্ষা
মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা
গেছে।
মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব
বলেন, আইনটি পাস হলে যতক্ষণ
নিজস্ব ভবন না হচ্ছে, তার আগে
ময়মনসিংহ শহরে ভাড়া করা ভবনে
বোর্ডের কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরও জানান, আগামী এপ্রিল
মাসে অনুষ্ঠেয় ২০১৭ সালের
এইচএসসি পরীক্ষা এ বোর্ডের
অধীনে নেওয়ার চেষ্টা করবেন
তারা।
এ বোর্ডের অধীনে থাকছে
ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা,
শেরপুর ও জামালপুর জেলা। গত
বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে
বিভাগ করার পর দাবি ওঠে শিক্ষা
বোর্ড স্থাপনের। দাবির মুখে
ময়মনসিংহে একটি নতুন শিক্ষা
বোর্ড স্থাপনের সরকারি সিদ্ধান্ত
হয়। এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের
অতিরিক্ত সচিব (মাধ্যমিক)
চৌধুরী মুফাদ আহমেদকে আহ্বায়ক
করে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা
হয়।
এ কমিটির অন্য সদস্যরা হলেন_
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত
সচিব রুহি রহমান, ঢাকা বোর্ডের
চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান,
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের
(মাউশি) পরিচালক (মাধ্যমিক)
অধ্যাপক এলিয়াস হোসেন,
বিভাগীয় কমিশনার ও মাউশির
ময়মনসিংহের আঞ্চলিক কর্মকর্তা।
কমিটির সদস্য ঢাকা শিক্ষা
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক
মাহবুবুর রহমান বলেন, ঢাকা
বোর্ডের সীমানা বৃহত্তর হওয়ায়
অনেককে দূর-দূরান্ত থেকে আসতে
হচ্ছে। ময়মনসিংহে শিক্ষা বোর্ড
হলে সে অঞ্চলের শিক্ষার্থীদের
ভোগান্তি কমে যাবে। সহজেই
তারা বোর্ড সুবিধা পাবে।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার
জিএম সালেহ উদ্দিন বলেন,
বিভাগীয় সদর দপ্তরের জন্য প্রায়
সাড়ে ৪ হাজার একর জমি অধিগ্রহণ
করবে সরকার। এই প্রক্রিয়ায় ২০১৭
সালের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড স্হাপিত হবে


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: