Thursday, May 12, 2022

গরু ও ছাগলের খামারের স্থান নির্বাচনের বিভিন্ন বিষয়

গরু ও ছাগলের খামারের স্থান নির্বাচনের বিভিন্ন বিষয় (Different matters of selecting farm location for Cows and Buffaloes) : গবাদি পশুর খামার স্থাপনের জন্য সর্বপ্রথম প্রয়ােজন সিদ্ধান্ত গ্রহণ, আন্তরিক আগ্রহ ও সুষ্ঠু পরিকল্পনা । খামার স্থাপনের জন্য প্রথমেই নিম্নলিখিত বিষয়গুলাের দিকে নজর দিতে হবে



১। খামার বিষয়ক জ্ঞান (Farm related knowledge): এ বিষয়ে খামারীর নিজস্ব জ্ঞান, চিন্তা-ভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, আন্তরিক আগ্রহ, প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন পর্যাপ্ত জনশক্তির সমাবেশ, খামার পরিচালনা বিষয়ে নিজস্ব জ্ঞান অথবা এ ধরনের জ্ঞানসম্পন্ন লােকের সমাবেশ ও বিষয়গুলাের সমন্বয় ঘটাতে হবে।


২। স্থান নির্বাচন (Site selection): লাভজনক খামার স্থাপনের জন্য আদর্শ স্থান সাধারণত লােকালয় থেকে দলে অপেক্ষাকৃত উঁচু স্থানে যেখানে প্রাকৃতিক আলাে ও বাতাস সহজ প্রাপ্য কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি সম্ভাবনা কম এবং যােগাযােগ ব্যবস্থা, বৈদ্যুতিক সুবিধা ও উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুবিধা বিদ্যমান। তবে খামারের আকার ছােট হলে বসতবাড়ী সংলগ্ন খােলামেলা স্থানে খামার স্থাপন করা যায় ।


৩।সম্পদের সমন্বয় (Co-ordination of assets): খামারের জন্য নির্দিষ্ট জমি, মূলধন ও দক্ষ কর্মীর সমাবেশ ঘটাতে হবে।।


৪।খামারের উপকরণ (Farm essentials): ও উন্নত জাতের গবাদিপশু, খামার স্থাপনের জন্য প্রয়ােজনীয় সরঞ্জাম। খাদ্য সামগ্রীর উৎস ও প্রাপ্তি নিশ্চিত করতে হবে ।


৫। খামারের সুযােগ-সুবিধা (Scope & opportunities of farm): ও খামারের উপযুক্ত পরিবেশ, বিশুদ্ধ পানি । সরবরাহ সুবিধা, স্যানিটেশন ব্যবস্থা, পানিপ্রাপ্তি ইত্যাদি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: